<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অগ্রহায়ণের শুরুতে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা যাচ্ছে। অন্তত আগামী তিন দিন এই কুয়াশা থাকার সম্ভাবনা জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর। তবে এ সময় উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত ভোররাতের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।</span></span></span></span></span></p>