<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/17-11-2024/2/kalerkantho-lt-5a.jpg" height="48" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/17-11-2024/2/kalerkantho-lt-5a.jpg" style="float:left" width="250" />বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শেষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২০ নারী চা শ্রমিককে গতকাল সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। সহনশীলতা দিবস উপলক্ষে মাদারীপুরে সমাবেশ এবং পটুয়াখালীর রাঙ্গাবালীতে সিডর স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জ : অনেকের দিন কাটে একবেলা পান্তা ও চানাচুর মেশানো চায়ের ভর্তা খেয়ে। কারো কারো একবেলার আহারও জোটে না অনেক দিন। নিম্ন জীবনযাত্রায় অভ্যস্ত চা শ্রমিকদের সন্তানরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখার সাহস পায়নি। তবে এই অবহেলিত ২০ জন নারী চা শ্রমিকের জীবনধারায় নতুন স্বপ্ন যোগ করল বসুন্ধরা শুভসংঘের তিন মাসের সেলাই প্রশিক্ষণ ও একটি করে সেলাই মেশিন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের এসব নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এর আগে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশিক্ষণসহ সেলাই মেশিন পাওয়া চা শ্রমিক নারীদের জীবনধারায় নতুন স্বপ্ন যোগ হয়েছে বলে মনে করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা গ্রুপের মতো অন্য কম্পানিগুলোও যদি চা শ্রমিকদের পাশে দাঁড়ায়, তবে শ্রমিকরা অন্য রকমভাবে তাদের জীবনটা সাজাতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালচান্দ চা শ্রমিক পরিবারের তরুণী তৃষ্ণা রায় বৃন্দাবন সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে লেখাপড়া করেছেন। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার পেয়ে তিনি আনন্দে সবাইকে একটি গান শুনিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চা শ্রমিকরা যদি অবহেলিত না থাকতে চায়, তাহলে তাদের কেউ অবহেলিত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক সৈয়দ মিজবা উদ্দিন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক সাবিকুন্নাহার সাবিনা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী কলেজের প্রভাষক কামরুল ইসলাম, মো. মামুন, আলম ফরাজি, কামরুল ইসলাম, আল মাসুদ, হাসিব, সজিব, আমিনুর, রনি যাদব, জাহাঙ্গীর আলম, চা শ্রমিক নেতা রনি গোয়ালা, দ্বীপ গোয়ালা, আলেম বাউরি, কালের কণ্ঠের চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুর : আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে গতকাল শনিবার মাদারীপুরের পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর সদর উপজেলা শাখার যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক সরদার মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, দিদার মোল্লা প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙ্গাবালী (পটুয়াখালী) : ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল উপকূলীয় এলাকায়। ১৭ বছর আগের এই ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল উপকূলের জনপদ। দিনটি স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। গত শুক্রবার রাতে রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়। এর আগে প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সংবাদকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।</span></span></span></span></p>