<p>মির্জাপুর স্টেশনে কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি ও মির্জাপুর রেলস্টেশনে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালুর দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও মির্জাপুর উপজেলাবাসীর ব্যানারে গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মির্জাপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ২২ মিনিট থামিয়ে রাখেন। পরে সাত দিনের সময় বেধে দিয়ে কর্মসূচি সমাপ্ত করেছেন তারা।</p> <p>দাবিগুলোর মধ্যে রয়েছে- টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুকরণ এবং মির্জাপুর রেলস্টেশনে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করা। এ ছাড়া মির্জাপুর স্টেশনে চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহাল, একতা বা দ্রুতযান, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731816492-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447549" target="_blank"> </a></div> </div> <p>এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালের জুনে জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতু রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। ২০০৭ সালের ৭ অক্টোবরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন ঢাকা-খুলনার মধ্যে চলাচল শুরু করে। শুরু থেকেই মির্জাপুর স্টেশনে এর যাত্রাবিরতি ছিল। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ট্রেনটির যাত্রাবিরতি বন্ধ হয়। এ ছাড়া ২০১৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রাপ্ত থেকে ঢাকার মধ্যে টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল শুরু করে। শুরুতে মির্জাপুর রেলস্টেশনের যাত্রাবিরতি না থাকলেও দুদিন পর মির্জাপুর স্টেশনে ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। পরে ট্রেনটি মির্জাপুরে যাত্রাবিরতি শুরু করে। গত ৪ মে গাজীপুরের জয়দেবপুর স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এরপর টাঙ্গাইল কমিউটার ট্রেন চলাচল বন্ধ হলেও তা আর চালু হয়নি।</p> <p>বর্তমানে এই পথে ৩২টি ট্রেন চলাচল করলেও কেবল রাজশাহী এক্সপ্রেস (লোকাল), সিরাজগঞ্জ এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস মির্জাপুরে যাত্রাবিরতি করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেশবপুরে ২ প্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731817467-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেশবপুরে ২ প্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447555" target="_blank"> </a></div> </div> <p>দাবি আদায়ে গতকাল শনিবার বিকেল চারটা থেকে মির্জাপুর রেলস্টেশনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বিকেল সাড়ে চারটায় তারা রেললাইনের ওপর লাল কাপড় টাঙিয়ে দেন। এরপর ব্যানার ধরে রেলপথ অবরোধ করে মানববন্ধন শুরু করেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকামুখী চিত্রা এক্সপ্রেস ট্রেন মির্জাপুরে পৌঁছলে তা আন্দোলনকারীরা থামিয়ে দেন।</p> <p>খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও স্টেশনমাস্টার কামরুল হাসান সেখানে যান। মাসুদুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে তারা প্রায় ২২ মিনিট পর রেলপথ থেকে সরে এলে চিত্রা এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে রওনা হয়।</p> <p>মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুরের সমন্বয়ক ইমন সিদ্দিকী বলেন, ‘অনতিবিলম্বে চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহাল, টাঙ্গাইল কমিউটার চালু, একতা বা দ্রুতযান, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি করতে হবে। না হলে আমরা বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সবুজ চা-বাগানে লাল শাপলা, ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্ট করছেন পর্যটকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731822513-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সবুজ চা-বাগানে লাল শাপলা, ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্ট করছেন পর্যটকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447570" target="_blank"> </a></div> </div> <p>ট্রেনে নিয়মিত চলাচলকারী কয়েকজন জানান, ট্রেনগুলোর যাত্রাবিরতি চালু হলে মির্জাপুরে বসবাসরত বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, কুমুদিনী হাসপাতালে যাতায়াতকারী রোগী, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ, মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী এবং মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে কর্মরত অর্ধলক্ষ শ্রমিকের অধিকাংশই সহজেই যাতায়াত করতে সহজ হবে।</p> <p>রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক নুর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। আন্দোলনকারীদের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বিষয়টি লিখিতভাবে রেলওয়ের মহাপরিচালকের কাছে জানাতে পরামর্শ দিয়েছেন।’</p>