<p>উপমহাদেশের প্রখ্যাত ইসলামী রাজনীতিবীদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর মরহুম আব্বাস আলী খান (রহ.) জীবন ও কর্ম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। </p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মগবাজার আল ফালাহ মিলনায়তনে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন রচিত ‘প্রখ্যাত ইসলামী রাজনীতিবীদ আব্বাস আলী খান জীবন ও কর্ম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।</p> <p>উক্ত অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে আল্লাহ তা‘আলা মরহুম আব্বাস আলী খান সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন। মরহুম আব্বাস আলী খান রাজনীতি, সাহিত্যচর্চা, সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও যথাসময়ে সালাত আদায়সহ তাকওয়াভিত্তিক জীবনযাপনের ব্যাপারে তিনি ছিলেন খুবই সচেতন এবং এ বিষয়ে খুবই গুরুত্ব দিতেন। তিনি মানুষের প্রতি ভালোবাসা ও দুস্থ মানবতার প্রতি দায়িত্ববোধের কারণে সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে আগাগোড়াই জড়িত ছিলেন। তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, তাঁর লেখনী ছিল চমৎকার, বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য তিনি অনেক সাহিত্য লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘একটি আদর্শবাদী দলের পতনের কারণ : তাঁর থেকে বাঁচার উপায়’, আখিরাতমুখী জীবন তৈরির জন্য তিনি লিখেছেন ‘মৃত্যু যবনিকার ওপারে’, বাংলার মুসলমানদের অবস্থা তুলে ধরার জন্য লিখেছেন ‘বাংলার মুসলমানদের ইতিহাস’, তাঁর স্মৃতিশক্তি ছিল প্রখর, তাকওয়া ছিল খুবই উঁচুমানের, আমরা তার এই লেখনীগুলো যত বেশি চর্চা করব ততই ইসলামী আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।</p> <p>গ্রন্থের লেখক ড. আব্দুল্লাহ আল মামুন তাঁর আলোচনায় বলেন, আব্বাস আলী খান ইসলামী শিক্ষা ও গবেষণা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। ইসলামী জ্ঞানের প্রচার-প্রসারে তিনি সফলতার সঙ্গে মসি ধারণ করেন, অনুবাদ করেন এবং গবেষণা করেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পুরোধা।</p> <p>বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আবদুস শহীদ নাসিম, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মীর মনজুর মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক সহযোগী অধ্যাপক ড. ওবায়দুল্লাহ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখাসমূহের শাখাপ্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।</p>