<p style="text-align:justify">বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম প্রাসঙ্গিক হওয়ায় তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে স্থাপন করা হয়েছে চির উন্নত মম শীর ‘নজরুল স্কয়ার’। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্কয়ারটি উদ্বোধন করবেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার। </p> <p style="text-align:justify">রংপুর পুলিশ লাইনস স্কুলে গিয়ে দেখা যায়, কলেজের একাডেমিক বিল্ডিংয়ের উত্তর-পশ্চিম কর্নারে শহীদ মিনারের পাশে স্থাপন করা হয়েছে নান্দনিক ডিজাইনের এই স্কয়ার। মার্বেল পাথর এবং টাইলসে সুশোভিত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল। সন্নিবেশন করা হয়েছে টুপি পরিহিত কবি কাজী নজরুলের সেই ছবি। ছবিটি এমনভাবে ফুটে তোলা হয়েছে, যার মধ্যে বিদ্রোহের আগুন ও সাম্যের গান রয়েছে। শোষণের বিপক্ষে রুখে দাঁড়ানোর অঙ্গীকার এবং অসাম্প্রদায়িক চেতনার কবিতা আছে। অর্থনৈতিক মুক্তির প্রেরণা ও মানুষে মানুষে ভালোবাসার গান আছে।</p> <p style="text-align:justify">ম্যুরালটি ডিজাইন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরিকল্পনায় ছিলেন রংপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।</p> <p style="text-align:justify">রংপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, কবি কাজী নজরুল ইসলাম এই উপমহাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিরাজমান। তার গান-কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ জাতীয়তাবাদের আদর্শের প্রতীক। বৈষম্য এবং ভেদাভেদের বিরুদ্ধে ও অসাম্প্রদায়িকতার জন্য তার লেখালেখি পৃথিবী যত দিন বিরাজমান থাকবে, তত দিন প্রাসঙ্গিক থাকবে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, জুলাই বিপ্লবী কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন সব থেকে বড় প্রাসঙ্গিক। দেখা গেছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সব উচ্চারণে কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ।</p> <p style="text-align:justify">পুলিশ সুপার আরো বলেন, ‘আমরা মনে করেছি তরুণ প্রজন্মের কাছে কবি কাজী নজরুল ইসলামকে চর্চার জন্য প্রতিটি প্রান্তে উদ্যোগ থাকা প্রয়োজন। এ কারণে ব্যবস্থাপনা কমিটির বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমরা কবি কাজী নজরুল ইসলাম স্মরণে স্বাধীনতা স্কয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছি।’</p> <p style="text-align:justify">নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক বহুমাত্রিক কবি আব্দুল হাই সিকদার জানান, একজন মানুষের জন্য যেমন খাদ্য-বস্ত্র, বাসস্থান-চিকিৎসা, আলো এবং বাতাস প্রয়োজন, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জন্য সব সময়ই প্রাসঙ্গিক কবি নজরুল। বাংলাদেশ মানেই নজরুল। যেখানে শোষণের বিরুদ্ধে শোষিতের উচ্চারণ সেখানেই নজরুল।’ </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে কবি নজরুলের লেখা অনিবার্য বিপ্লবের প্রতীক হয়ে স্লোগান দেয়ালসহ প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল স্কয়ার নির্মাণের যে উদ্যোগ নিয়েছে এ জন্য রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে আলোড়িত এবং জাগরিত হবে। সেই সঙ্গে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।</p>