<p>পাবনায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন জেলা সদরের মোছা. সুফিয়া আক্তার ছবি। রাধানগরের এই নারী খন্দকার বোরহান উদ্দিন ও সাহেরা বেগমের সন্তান। </p> <p>আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রম পরিচালিত হয়।</p> <p>'নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী' ক্যাটাগরিতে তাঁকে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়। </p> <p>সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও ৭জন শ্রেষ্ঠ নারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। </p> <p>অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ডক্টর জাফর উদ্দিন ও পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা প্রমুখ।</p>