<p>ইসলাম হত্যা সমর্থন করে না জানিয়ে আইনজীবী সাইফুল ইসলামসহ সব হত্যার বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান। তিনি বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যার ঘটনার বিচার প্রকাশ্যে করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ আইনজীবী সাইফুলের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে।’</p> <p>চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতের বিচার ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার হওয়া বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে হেফাজত মহাসচিব এসব কথা বলেন।</p> <p>দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চ মাঠ থেকে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।</p> <p>সমাবেশে হেফাজত মহাসচিব তার বক্তব্যে ইসকনকে দেশের সার্বভৌমের শত্রু বলে উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। জালেম যেই হবে বাংলার মাটিতে তার ঠাঁই হবে না। আমরা সব সন্ত্রাসী জঙ্গির বিচার চাই।’</p> <p>ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, গাজী ইয়াকুব উসমানী প্রমুখ। এ সময় বক্তাদের পক্ষ থেকেও ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।</p>