<p>আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ তার গ্রামের বাড়িতেই দাফন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় তাকে দাফন করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732722652-f036d2a614b17b8b4458754dd5201bba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/27/1451344" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার ৩টার দিকে সাইফুলের লাশবাহী অ্যাম্বুল্যান্স তার গ্রামের বাড়ি ফারাঙ্গায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার লাশবাহী গাড়িটি সাইফুলদের গ্রামের মসজিদের সামনে পৌঁছালে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসে। এ সময় সাইফুলের অনেক পরিচিত জনকে সাইফুলের স্মৃতিচারণা করে আফসোস করতে দেখা যায়।</p> <p>ছেলে হত্যার উপযুক্ত বিচার দাবি করে জানাজায় উপস্থিত জনতার উদ্দেশে সাইফুলের বাবা জামাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনারা আমার ছেলেকে মাফ করে দিয়েন এবং তার জন্য দোয়া করবেন।’</p> <p>চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘সাইফুল একজন মেধাবী আইনজীবী। তার মৃত্যুতে আমরা শোকাহত ও বাকরুদ্ধ। তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে কর্মবিরতিসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীরা আইনের আওতায় আসবে। আপনারা উত্তেজিত হবেন না।’</p> <p>সোমবার চট্টগ্রাম আদলত এলাকায় নির্মমভাবে সন্ত্রাসীর হাতে নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।</p>