<p>২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্যে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। জানা যায়, প্রকৌশল গুচ্ছ থেকে সরে এসে চলতি শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি। আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে উক্ত ভর্তি পরীক্ষাটি। </p> <p>বুধবার (২৭ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p>ইতিপূর্বে করোনা পরবর্তী সময়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। প্রকৌশল গুচ্ছে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। তবে এবার থেকে আবারো এককভাবে ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো।</p> <p>উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্যাদি দ্রুততম সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন।</p>