<p>সরবরাহ বৃদ্ধি পেয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আলু-পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আলু ও পেঁয়াজের আমদানি বৃদ্ধি ও দেশের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় পাইকারী পর্যায়ে কেজিতে অন্তত ১০ টাকা দাম কমেছে। ব্যবসায়ীরা জানান সপ্তাহ খানেক পর পণ্য দুটির দাম আরো কমবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732793569-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/28/1451636" target="_blank"> </a></div> </div> <p>গত সপ্তাহে আমদানিকৃক যে পেঁয়াজ বন্দরে পাইকারী পর্যায়ে প্রকার ভেদে ৭০-৮০ দরে বিক্রি হয়েছে এখন সেই পেঁয়াজ ৬০-৭০ টাকায়। কেজিতে আলুর দাম ১০ টাকা কমে ৫২ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। </p> <p>হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সে দেশে দাম কিছুটা কমতে শুরু করেছে। আগে ৪৪০ ডলার মূল্যে প্রতিটন পেঁয়াজ আমদানি করা হতো। এখন ৪১০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। যার প্রভার বন্দরে পড়তে শুরু করেছে। তবে বন্দরে পণ্য দুটির দাম কেজিতে ১০ টাকা কমলেও খুচরা পর্যায়ে কেজিতে শুধু মাত্র ৫ টাকা কমেছে। </p> <p>হিলি স্থলবন্দর এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, আগে যে আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। একই চিত্র পেঁয়াজের দামেও। আগে যে পেঁয়াজ  ৯০ টাকা এখন সেই পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। </p> <p>হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী জানান, দেশের বাজারে দাম সহনীয় রাখতে ব্যবসায়ীরা প্রচুর এলসি (লেটার অব ক্রেডিট) খুলেছেন। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে।</p>