<p>ভূমধ্যসাগর থেকে পৃথক অভিযানে ১৫৯ জন অভিবাসনপ্রত‍্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১ ও ওশান ভাইকিং। এদের মধ্যে বিপুলসংখ্যক অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।</p> <p>এনজিও হিউম্যানিটি ইন্টারন্যাশনালের উদ্ধারজাহাজ হিমিউনিটি-১ তিনটি আলাদা অভিযানে মোট ১১১ জন অনিয়মিত অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে। প্রথম অভিযানটি পরিচালিত হয় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়। ওই সময় ঝুঁকিতে থাকা একটি নৌকা থেকে ৬০ অভিবাসীকে উদ্ধার করে মানবিক উদ্ধারজাহাজটি। তারা লিবিয়া উপকূল থেকে যাত্রা করেছিল। নাবিকরা দুরবিন দিয়ে শনাক্ত করেছিলেন নৌকাটি। উদ্ধারের আগে নৌকায় থাকা যাত্রীরা পুরো দিন সমুদ্রে কাটিয়েছে।</p> <p>এই অভিযানের আগের রাত থেকে লিবিয়ান মিলিশিয়া স্ট‍্যাবিলিটি সাপোর্ট অফিসের (এসএসএ) একটি টহল নৌকা হিউম্যানিটি-১ জাহাজকে অনুসরণ করছিল বলে জানিয়েছে এনজিওটি। লিবিয়া কর্তৃপক্ষ অভিবাসীদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছিল এবং উদ্ধারে বাধা দিয়ে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে বলে নিন্দা জানিয়েছে হিউম্যানিটি ইন্টারন্যাশনাল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিনল্যান্ডের প্রয়োজন অভিবাসী, নীতিতে জটিলতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732193481-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিনল্যান্ডের প্রয়োজন অভিবাসী, নীতিতে জটিলতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/21/1449145" target="_blank"> </a></div> </div> <p>দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাতে। মধ্যরাতের কিছুক্ষণ আগে জাহাজটি আরো ৪৭ জনকে সমুদ্র থেকে উদ্ধার করে। এই উদ্ধার অভিযানটি জাহাজটির জন্য অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ ছিল। কারণ একটি টহল বোট অপ্রত্যাশিত উচ্চগতিতে হিউম্যানিটি-১-এর দিকে ধেয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।</p> <p>টহল বোটটিতে মোট চারজন মুখোশধারী লোক ছিল, যারা ৪৭ অভিবাসীকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেয়। ইতালীয় মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের সঙ্গে আলোচনার পর উদ্ধারজাহাজটি দুর্দশাগ্রস্ত লোকদের উদ্ধার করতে সক্ষম হয়। বেঁচে যাওয়া অভিবাসীদের সাক্ষ্য অনুসারে, চারজন মুখোশধারী লোক লিবিয়ার কোস্ট গার্ডের সদস্য। বাকি চারজনকে অন্য একটি স্থান থেকে উদ্ধার করা হয়। মোট ১১১ জন অভিবাসী নিয়ে হিউম্যানিটি-১ ইতালির নির্ধারিত দূরবর্তী বন্দর মেরিনা ডি কারারার পথে যাত্রা করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইতালির পথে যুক্তরাজ্য?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732032280-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইতালির পথে যুক্তরাজ্য?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/19/1448454" target="_blank"> </a></div> </div> <p>আরেক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং মঙ্গলবার ৪৮ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা একটি ন্যাটো বিমানের ভিএইচএফ রেডিও বার্তা অনুসরণ করে লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে অভিযান চালিয়েছিল। উদ্ধার হওয়া ৪৮ অভিবাসীর মধ্যে ৯০ শতাংশ অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক বলে নিশ্চিত করেছে এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।</p> <p>এই উদ্ধার অভিযানের শেষের দিকে লিবিয়ার উপকূলরক্ষীরা বিপজ্জনক গতিতে ওশান ভাইকিংয়ের দিকে এসেছিল। যদিও শেষ পর্যন্ত অভিবাসীদের সবাইকে জাহাজে তুলতে সক্ষম হয়েছিল ওশান ভাইকিং।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শ্রমিক সংকট মোকাবেলায় পেশাদার ভিসা বাড়াবে জার্মানি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731855944-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শ্রমিক সংকট মোকাবেলায় পেশাদার ভিসা বাড়াবে জার্মানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/17/1447731" target="_blank"> </a></div> </div> <p>ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করা অভিবাসনপ্রত‍্যাশীদের দেশটির রাভেনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে। যেটি উদ্ধারস্থল থেকে এক হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে যেতে জাহাজটির চার দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।</p> <p>এনজিওগুলো অভিযোগ করে আসছে, উদ্ধার জাহাজগুলোর সময় নষ্ট করতে ও উদ্ধার অভিযানের সংখ্যা কমাতে ইতালি ইচ্ছাকৃতভাবে উদ্ধারস্থলের অনেক দূরে বন্দর নির্ধারণ করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইইউতে চলতি বছর অনিয়মিত অভিবাসী কমেছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731581419-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইইউতে চলতি বছর অনিয়মিত অভিবাসী কমেছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446585" target="_blank"> </a></div> </div>