<p>ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জেনারেল বৃহস্পতিবার সিরিয়ায় সংঘর্ষে নিহত হয়েছেন। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে।</p> <p>সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘমেয়াদি মিত্র তেহরান ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছে।</p> <p>এই সপ্তাহে উত্তর সিরিয়ায় জিহাদিদের সঙ্গে সিরীয় সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ‘আলেপ্পোতে তাকফিরি সন্ত্রাসী ভাড়াটেদের এক হামলায় ইরানের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা জেনারেল কিয়োমারস পুরহাশেমি নিহত হয়েছেন।’ শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে ‘তাকফিরি’ শব্দটি সাধারণত জিহাদিদের বা সুন্নি ইসলামের কট্টর সমর্থকদের বোঝাতে ব্যবহৃত হয়।</p> <p>এ ছাড়া সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-কায়েদার সাবেক সিরিয়া শাখার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বুধবার আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর ওপর আকস্মিক হামলা চালিয়েছে। এই সংঘর্ষে ১৪০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে বলে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে।</p> <p>আইআরজিস ‘ইরাক ও সিরিয়ার সামরিক উপদেষ্টার’ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাকে বিংশ শতাব্দীর আশির দশকের ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ হিসেবে চিহ্নিত করেছে।</p> <p>অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সিরিয়ার এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনার অংশ’।</p> <p>সূত্র : এএফপি</p>