<p>‘স্বাস্থ্যসেবার সব সমাধান’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফরম ‘সুখী’। কর্তৃপক্ষের দাবি, এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা। পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবায় দেশে এটি প্রথম উদ্যোগ। যা সর্বোচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।</p> <p>বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত টেলিকম ভবনের নিচতলায় প্ল্যাটফরমটির উদ্বোধন করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732793569-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/28/1451636" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী।</p> <p>মো. আশরাফুল হাসান বলেন, ‘দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ‘সুখী’ প্ল্যাটফরম সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’</p> <p>ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘অনলাইনে এক প্ল্যাটফরম থেকে সব স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।’</p> <p>আয়োজকরা জানান, এই প্ল্যাটফরমের মাধ্যমে ঘরে বসেই দেশের সেরা চিকিত্সকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুল্যান্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে। এ ছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাদারি সেবাও সহজলভ্য হবে। প্ল্যাটফরর্মটিতে বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার এবং ন্যানি সেবা।</p> <p>অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন তারকা ও এনজিও সংশ্লিষ্ট কর্মকর্তারা।</p>