<p>নভেম্বর মাসের শেষ দিক হওয়ায় স্বাভাবিকভাবেই সমুদ্রের পানির তাপমাত্রা কিছুটা কম এখন। ফলে বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি এখনো ঘূর্ণিঝড় হওয়ার মতো শক্তি সঞ্চয় করতে পারেনি। তবে এর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এখনো রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।</p> <p>সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে দেশের ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে আকাশ মেঘমুক্ত হয়ে যেতে পারে। এতে আগামী (ডিসেম্বর) মাসের দ্বিতীয় সপ্তাহেই সারা দেশে তাপমাত্রা অনেকটা কমতে পারে। শীত জেঁকে বসতে পারে দেশের অনেক অঞ্চলেই। কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732793569-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় কৃষ্ণকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/28/1451636" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হলে এর প্রভাবে দেশে কিছুটা বৃষ্টি হতে পারে। এ ছাড়া এর তেমন কোনো প্রভাব নেই আমাদের এখানে। তবে বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে দেশে শীতের তীব্রতা অনেকটাই বাড়তে পারে। ৬ বা ৭ ডিসেম্বরের দিকে সারা দেশেই তাপমাত্রা অনেক কমে যেতে পারে। দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।’</p> <p>এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১২.১ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। কমবেশি শীত অনুভূত হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলেও। উত্তরের বাতাস ঘুরে বেড়াচ্ছে রাজধানীর অলি-গলিতেও। ফলে সকালে ও রাতে ঢাকাতেও শীত অনুভূত হচ্ছে নভেম্বর মাসেই।  </p> <p>আবহাওয়াবিদ ওমর ফারুকও জানান, গত বছরের তুলনায় এবার কিছুটা আগে শীত অনুভূত হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, বর্ষা-পরবর্তী অক্টোবর মাসে এবার স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেশি হয়েছে। ফলে অক্টোবরে তাপমাত্রা কম ছিল। আকাশে মেঘের উপস্থিতি কম থাকায় নভেম্বরেও আবহাওয়া ঠাণ্ডা থাকছে।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732805494-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/28/1451694" target="_blank"> </a></div> </div> <p>গত বছর ও এ বছরের অনেকটা সময়জুড়ে প্রাকৃতিক আবহাওয়া চক্র ‘এল নিনো’ সক্রিয় ছিল। প্রকৃতিতে এল নিনো সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। ফলে গত দেড় বছর বিশ্বজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে এল নিনোর প্রভাব কেটে এখন আবার সক্রিয় আবহাওয়ার আরেকটি ধরন ‘লা নিনা’। এল নিনো উষ্ণ পর্যায় হলে লা নিনাকে বলা হয় শীতল পর্যায়।</p> <p>লা নিনার প্রভাবে এ বছর শীত বেশি অনুভূত হতে পারে কি না, জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘লা নিনার সময় এমনিতেই তাপমাত্রা কিছুটা কম থাকে। ফলে এ কারণেও শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। গত বছর এমনিতেই শীত কম ছিল। ফলে গত বছরের তুলনায় এ বছর শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসনাত-সারজিসকে ‘হত্যাচেষ্টার’ সন্দেহ কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732804316-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসনাত-সারজিসকে ‘হত্যাচেষ্টার’ সন্দেহ কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/28/1451688" target="_blank"> </a></div> </div> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ  শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী দুই দিনে (শনি ও রবিবার) বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। এই তিন বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের কোনো অঞ্চলেও বৃষ্টি হতে পারে শনি ও রবিবার। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p> <p>সারা দেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।</p>