<p style="text-align:justify">ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম দুদিন ধরে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।</p> <p style="text-align:justify">মেসার্স জারা এন্টারপ্রাইজের ব্যবসা পরিচালনায় নিয়োজিত রুবেল আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘ভারতের কৈলাশহরের প্রবেশমুখে বাঁশের খুঁটি মাটিতে পুঁতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ৬ ট্রাকে মাছ রয়েছে। আরো যদি দু-এক দিন আটকে থাকে, তাহলে মাছগুলো পচে যাবে। বিষয়টি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’</p> <p style="text-align:justify">চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ভারতের কৈলাশহর ইসকন সদস্যদের বাধায় হঠাৎ করেই ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মাল আসছে না। এ ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।</p> <p style="text-align:justify">চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী জানান, কোটি টাকার মাল আটকে পড়েছে। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।</p> <p style="text-align:justify">সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নাই। ভারতের অংশের সমস্যা। ইসকনরা রাস্তা বন্ধ করে দিয়েছে।’</p> <p style="text-align:justify">চাতলাপুর চেক পোস্টের ইমিগ্রেশন অফিসার দীপক সরকার কালের কণ্ঠকে বলেন, গত দুই দিনে অন্তত ৯০ জন বাংলাদেশি ভারতে যাতায়াত করেছে। দুদিন ধরে কোনো প্রকার পণ্য ভারতে প্রবেশ করছে না। তবে কেন করছে না, বিষয়টি ভালো বলতে পারবে কাস্টমস বিভাগ।</p>