<p>ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপ। এখন থেকে ছবি আসল নাকি নকল, তা যাচাই করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। এই ফিচারটির নাম ‘Search On Web’।<br /> যেভাবে করবে?</p> <p>আপনাকে যদি কেউ একটি ছবি পাঠায়, তাহলে—</p> <ul> <li>চ্যাটটি খুলুন।</li> <li>ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।</li> <li>সেখানে ‘Search On Web’ অপশন দেখতে পাবেন।</li> </ul> <p>এই অপশনে ক্লিক করলে ছবিটি সরাসরি গুগলে সার্চ হবে।</p> <p>গুগলে সার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন ছবিটি আসল নাকি তৈরি করা। তবে এই সার্চ করার সময় ছবিটি কোথাও সেভ হবে না।</p> <p>এই ফিচার ভুয়া ছবি বা ভুল তথ্য ছড়ানো থেকে রিরত রাখতে সাহায্য করবে। প্রযুক্তির সাহায্যে ছবি যাচাই করা এখন অনেক সহজ হবে।</p> <p>এই ফিচারটি আপাতত শুধুমাত্র বেটা টেস্টারদের জন্য চালু হয়েছে। এটি ব্যবহারের জন্য আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা প্রয়োজন।</p> <p>সূত্র: পপুলার মেকানিস</p>