<p>লিবিয়ার মরুভূমি থেকে তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে আটক করার কথা জানিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। গত সোমবার সেনা কর্মকর্তারা জানান, আটককৃতরা মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল। লিবিয়ার সেনাবাহিনীর অধীন শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী ৪৪৪ ব্রিগেড ফেসবুক পোস্টে জানায়, মরুভূমিতে তাদের টহল কমান্ডাররা অভিবাসনপ্রত্যাশীদের আটকায় এবং তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ব্রিগেডের তোলা ছবিতে দেখা যায়, পুরুষ, নারী ও শিশুরা সারি ধরে বসে আছে। তাদের পেছনে মুখোশধারী সশস্ত্র যোদ্ধাদের চোখে পড়ে। ২০১১ সালে ন্যাটোর সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ায় অস্থিরতা বিরাজ করছে। সূত্র : এপি</p>