<p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মায়ের কোলে আছে। কিন্তু কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে, আপনারা সতর্ক থাকুন।’</p> <p style="text-align:justify">বরিশালের চরমোনাইয়ে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিতদের আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।</p> <p style="text-align:justify">ওলামা সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, হাফিজুর রহমান সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।</p> <p style="text-align:justify">খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ বলেন, ‘ঐক্যের বিকল্প নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ হবো।’</p> <p style="text-align:justify">বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান‌ বলেন, ‘পীর সাহেব চরমোনাইয়ের ইমামতিতে কাজ করতে আমরা একমত আছি। এ জন্য যা যা করার তা করতে রাজি আছি। এ দেশের আলেম-ওলামা ১৯৮৮ বা ১৯৯৮ সালের বন্যার পানিতে ভেসে আসেনি। সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি করছি।’</p> <p style="text-align:justify">মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী‌ বলেন, ‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত। ৯০ শতাংশ মুসলমানের সংবিধানের মূলনীতি হবে কুফরি মতবাদ, এটা মেনে নেওয়া যায় না। ইসলাম মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা দেয়।’</p> <p style="text-align:justify">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সব দলের প্রতিনিধিদের মতামত নিয়ে সব কাজ করতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ছোটখাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের স্লোগান ‘নেতা নয় নীতির পরিবর্তন চাই’। এই স্লোগানকে বাস্তবায়ন করে আমাদের ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে হবে।’</p>