<p>ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও এলাকার মাস্টারপাড়া গ্রামের আলাউদ্দীন ফকির হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।</p> <p>বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞার আদালত এই রায় ঘোষণা করেন।</p> <p>যাবজ্জীবন প্রাপ্তরা হলেন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও এলাকার মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোছা. মোমেনা বেগম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এসএসজির ব্যবসায়ী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732800054-f7fd5e71e4e367666871415ea19e6606.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এসএসজির ব্যবসায়ী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/corporatecorner/2024/11/28/1451668" target="_blank"> </a></div> </div> <p>মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আলাউদ্দীন ফকির পীরগঞ্জ ভোমরাদহ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন। বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদে যাওয়া আসার পথে তিনি তার ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ আলীর বাসায় আড্ডা দিতেন এবং সেখানে নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। একপর্যায়ে মোহাম্মদ আলীর স্ত্রী মোছা. মোমেনা বেগমের সাথে অবৈধ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মোমেনার স্বামী মোহাম্মদ আলী জানতে পারে। ২০১৩ সালের ৯ এপ্রিল সকালে আলাউদ্দীন ফকির ইউনিয়ন পরিষদে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে মোহাম্মদ আলীর বাসায় গেলে রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়। পরদিন ১০ এপ্রিল পার্শবর্তী একটি ভুট্টাক্ষেতে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এ বিষয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে আলাউদ্দীন ফকিরের ছেলে বাদশা মিঞা বাদী হয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।</p> <p>মামলার তদন্তকারী কর্মকর্তা  ঘটনাস্থল পরিদর্শণ ও সাক্ষ্যগ্রহণ করেন এবং ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আলী ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে আদালতে তাদের জবানবন্দী নেওয়া হয়। </p> <p>এ ঘটনায় আসামি মোহাম্মদ আলী ও মোমেনা বেগমের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় উভয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।</p>