<p>কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া কলেজে শিক্ষার মান অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া কলেজ আজ শিক্ষার গুণগত মানে তলানিতে পৌঁছেছে। গত ১৬ বছরে শিক্ষার ক্ষেত্রে নানা অব্যবস্থাপনার কারণে কলেজটি তার সুনাম হারিয়েছে।</p> <p>বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অতিথিরা এসব কথা বলেন।</p> <p>সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও হুইপ, এবং কলেজের এডহক কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। </p> <p>তিনি বলেন, ১৯৯১ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম, যাতে এ অঞ্চলের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু গত ১৬ বছরে যারা কলেজটি পরিচালনা করেছে, তারা এর শিক্ষার মানকে ধ্বংস করে দিয়েছে। কলেজটি একটি স্বৈরাচারী সরকারের অঙ্গপ্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। যার ফলাফল হলো সাম্প্রতিক বছরগুলোর এইচএসসি পরীক্ষায় বিপর্যয়।</p> <p>তিনি আরও বলেন, শিক্ষার মান পুনরুদ্ধার এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলার শীর্ষ কলেজ হিসেবে উখিয়া কলেজকে প্রতিষ্ঠিত করতে হবে।</p> <p>কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, এবং প্রফেসর ড. মোকতার আহমদ।</p> <p>উপস্থিত বিশিষ্টজনরা বলেন, শিক্ষার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাঁরা আরও বলেন, পাসের হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান বৃদ্ধিতেও জোর দিতে হবে।</p> <p>২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উখিয়া কলেজের পাসের হার ছিল মাত্র ৩৬.০৮%। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন মাত্র ২৮০ জন। ৪৯৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হন এবং কেউ জিপিএ-৫ পাননি।</p> <p>গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর উখিয়া কলেজের জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়। শিক্ষার মান পুনরুদ্ধারে এই কমিটি একটি সুসংহত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।</p> <p>জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া শাখার আমির মাওলানা আবুল ফজল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি হুমায়ুন কবির জুশান ও নুরুল আমিন প্রমুখ। সভা পরিচালনা করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তাহিদুল আলম তাহিদ।</p> <p>সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার মানোন্নয়ন। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন কমিটির উদ্যোগে উখিয়া কলেজ আবারও তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে—এমনটাই প্রত্যাশা করছেন সবাই।</p>