<p>দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে অলআউট করে নিশ্চয়ই খুশি হয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের সেই খুশি যে এত দ্রুতই বিষাদে পরিণত হবে তা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেনি তারা। যা কল্পনা করেনি তারা তাই আজকে ঘটেছে তাদের সঙ্গে।</p> <p>ডারবানে ডুবেছে লঙ্কা তরি। এমনভাবে ডুবেছে যে বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে তারা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে তারা। তাদের আগের সর্বনিম্ন ছিল ৭১ রান। আজ থেকে ঠিক ৩০ বছর আগে বিব্রতকর রেকর্ডটি গড়েছিল পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৪ সালের সেই দুঃসহ স্মৃতির চেয়েও আজ ভয়াল হয়েছে। </p> <p>সব মিলিয়ে টেস্টে যৌথভাবে ষষ্ঠ সর্বনিম্ন রানের কীর্তি গড়েছে শ্রীলঙ্কা। তাদের আগে ৪২ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া। সর্বনিম্ন রানের রেকর্ডটা অবশ্য নিউজিল্যান্ডের দখলে। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয় কিউইরা।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/কদতদত.jpg" width="1000" /> <figcaption>শ্রীলঙ্কাকে দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া মার্কো ইয়ানসেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যেমণি। ছবি : ক্রিকইনফো</figcaption> </figure> </div> <p>শ্রীলঙ্কাকে দুঃসহ স্মৃতির মুখোমুখি করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন। একাই ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং অডার দুমড়েমুচড়ে দিয়েছেন। বাঁহাতি পেসারের সামনে দাঁড়াতেই পারেননি কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথুসরা। লঙ্কাদের স্কোরকার্ডটা অনেকটা মোবাইলের সংখ্যার মতো। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। সেই দুজন হচ্ছেন পাঁচে নেমে সর্বোচ্চ ১৩ রান করা কামিন্দু মেন্ডিস আর দশম ব্যাটার লাহিরু কুমারা (১০)। বাকি ৯ জনের ৫ জনই ‘ডাক’ মেরেছেন। মাত্র ১৩.৫ ওভার ব্যাটিং করতে পেরেছেন লঙ্কানরা।</p> <p>শ্রীলঙ্কাকে এমন ‘লজ্জার’ সাগরে ডুবিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ইয়ানসেন। ১৩ রানে ৭ উইকেট তার সেরা বোলিং। এর আগে ছিল ৩৫ রানে ৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে নিয়েছিলেন ২৪ বছর বয়সী পেসার। তার বিধ্বংসী বোলিংয়ে ১৪৯ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা।</p>