<p>বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার পালাতক দুই আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।</p> <p>আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথ্য জানান ডিবি পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী কসাইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও একই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২)। </p> <p>গত ৯ অক্টোবর (সোমবার) দিবাগত রাত ৯টার দিকে বগুড়া সদর ইউনিয়নের গোকুল মাজারের কাছে মিজান হামলার শিকার হন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান, বিদ্যুৎ ও রফিকুল মিজান হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।</p>