<p>জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা বাতিলের সংবাদ দৈনিক কালের কণ্ঠে প্রকাশের পর ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখকে অপসারণ করা হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী ইউপি সদস্য শাহাজাহানকে অপসারণ করার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। এরআগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি সদস্য শাহাজান শেখকে অপসারণ করা হয়। </p> <p>প্রজ্ঞাপনে বলা হয়, সালথা উপজেলাধীন গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখ অবৈধভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতাভোগির তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার স্বীয় পদ হতে জনস্বার্থে অপসারণ করা হলো। তবে এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতের অভিযোগ ওঠা সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বীজ আলু ও সারের দামে বেকায়দায় কৃষকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732768208-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বীজ আলু ও সারের দামে বেকায়দায় কৃষকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451519" target="_blank"> </a></div> </div> <p>ফরিদপুরের সালথা ও নগরকান্দায় শতশত জীবিত মানুষকে মৃত দেখিয়ে বাতিল করা হচ্ছে তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। অসহায়দের ভাতা পেতে লাগছে ঘুষ, শিকার হতে হচ্ছে হয়রানির। মাসের পর মাস ঘুরে ও ঘুষের টাকা দিয়েও অনেকের কপালে জুটছে না ভাতা। কারো কারো আবার ভাতা হওয়ার পরও পাচ্ছে না টাকা। নানা কৌশলে ভাতাপ্রাপ্তদের বিকাশ নম্বর ভুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাতার টাকা।</p> <p>গত কয়েক বছর ধরে সালথা ও নগরকান্দা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিসকে অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। তাদের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির ফলে চরম বেকায়দায় পড়ে প্রতিনিয়ত নাজেহাল হন সেবাপ্রত্যাশীরা। তবে এসব দুর্নীতি-অনিয়ম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যোগসাজশে চলছে বলে অভিযোগ রয়েছে। যে কারণে অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে ঠেলাঠেলি করছে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732772942-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুর-ঢাকা মহাসড়ক : ৪ বছরের কাজ ৮ বছরেও শেষ হয়নি, বেড়েই চলছে ব্যয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451540" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও উদ্যোক্তারা অর্থের বিনিময় জীবিত ব্যক্তিদের মৃত সনদ সরবরাহ করছেন। সেই সাথে নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে আবেদন করেন। পরে সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অর্থের বিনিময় ম্যানেজ করে নিজেদের পছন্দের লোকদের ভাতার আওতায় নিয়ে আসেন। এর ফলে অনেক অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী ও বিধবা নারী ভাতার তালিকায় নাম ওঠাতে পারছেন না।</p> <p>জানা যায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা দেওয়ার কথা বলে ৯৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বছর ২৩ জুন নগরকান্দার সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় তার স্ত্রী-সন্তানরাও জেল খাটেন। তিনি বরখাস্ত হওয়ার পর নগরকান্দার অতিরিক্ত দায়িত্ব পালন করেন সালথা উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বী নোমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/28/1732774052-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত থেকে এলো ২৫০২.৬ টন পেঁয়াজ ও ২৯৪২.১ টন আলু, দাম কমবে কবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/28/1451545" target="_blank"> </a></div> </div> <p>তার বিরুদ্ধে রয়েছে অনিয়মের অভিযোগ। তিনিও অনিয়মের মাধ্যমে সালথায় ৯ বছর ধরে কর্মরত। অথচ নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা এক কর্মস্থলে তিন বছরের বেশি থাকতে পারবেন না। তাছাড়া তিনি ঠিকমতো অফিসও করেন না। প্রায় দিনই তার অফিসের দরজা খোলা থাকলেও সেবাপ্রত্যাশীরা তাকে পান না বলে অনেকে অভিযোগ করেছেন। </p> <p>সালথা ও নগরকান্দার সমাজসেবা অফিসের লাগামহীন দুর্নীতি-অনিয়ম নিয়ে গত ৭ জুন কালের কণ্ঠ অনলাইনে (<a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/07/1395428">শতাধিক সুবিধাভোগীকে মৃত দেখিয়ে কার্ড বাতিল করেছেন সমাজসেবা কর্মকর্তা</a>) শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।</p>