<p style="text-align:justify">কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়ার সম্পত্তি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে আদালতের নির্দেশনা নিয়ে তার ক্রোক করা সম্পদ দেখভালের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেয়া হয়েছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৯ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মুন্সি আবদুল মজিদ সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের এই আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">ওসি রণজিত কুমার বড়ুয়া বর্তমানে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধোপাছড়ি শীলঘাটা এলাকায়। তার বাবার নাম প্যারী মোহন বড়ুয়া।</p> <p style="text-align:justify">ওসি রণজিত কুমার বড়ুয়ার সম্পদের অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, রণজিত কুমার বড়ুয়ার অভিযোগ তদন্তকালে ৮৪ লাখ ৮ হাজার টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। কিন্তু তদন্ত চলাকালীন তিনি সেই সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন।</p> <p style="text-align:justify">আদালতের আদেশে ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার শিলঘাটা গ্রামে প্রায় ২৪ দশমিক ৫০ শতক জমিতে নির্মিত একটি দু’তলা ভবন। যার মূল্য ৫২ লাখ ২০ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন আলমশাহ কাঠঘর মৌজায় ২০১৫ সালে কেনা ১৬৭৫ বর্গফুটের ১টি ফ্ল্যাট (পার্কিংসহ), চট্টগ্রামের বাগমনিরাম আলম শাহ কাটগড় এলাকায় নির্মিত ১৪তলা ভবনের ৮ম তলায় বি-০৭ নম্বর ফ্ল্যাট ও জিএফ-১৯ নাম্বার পার্কিং রয়েছে। যার মূল্য ৩১ লাখ ৮৮ হাজার টাকা।</p> <p style="text-align:justify">আদালতে দুদকের পক্ষে সম্পত্তি ক্রোকের আবেদনটির পক্ষে শুনানিতে অংশ নেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজ উল্ল্যাহ।</p>