<p style="text-align:justify">বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘যে গতিতে সরকার চলছে, সে গতি অনেক বাড়াতে হবে। দেশের মানুষের চাওয়া অনুযায়ী অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সে রোডম্যাপে যেন ৯ মাস বা এক বছরের বেশি সময়ে না যায়। তাহলে জনগণ হতাশ হয়ে পড়বে, তখন আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আপনাদের ব্যর্থতা আমরা চাই না, আপনাদের সফলতা চাই।’</p> <p style="text-align:justify">শনিবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটরিয়ামে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">আহমেদ আযম খান বলেন, ‘গত ৫ আগস্টের পরে আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে, সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারগুলো করে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘একটা দেশে যাওয়ার কারণে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার শিকার হতে হয়েছে। এ ধরনের ঘটনা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। এ জন্যই দ্রুত আপনাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সম্মানের সাথে বিদায় নেবেন, এটাই প্রত্যাশ করি।’</p> <p style="text-align:justify">দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।</p> <p style="text-align:justify">এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।</p>