<p>গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছিল বছরের সবচেয়ে আলোচিত কনসার্ট। রাজধানীর সেনা প্রাঙ্গণে হয়ে গেল এই আয়োজন। যদিও এই কনসার্টটিও হওয়ার কথা ছিলো গেল মাসের ১৮ তারিখে! মূলত ভেন্যু জটিলতা, নিরাপত্তা ইস্যুর কারণে মাস খানেক পিছিয়ে যায়। সেই সাথে পরিবর্তন হয় ভেন্যু। এরইমধ্যে বেশ কয়েকটি কনসার্টে নানা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অনেকটা নির্বিঘ্নে শেষ হয়  ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ এর আয়োজনে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি।  কনসার্টশেষে তৃপ্ত হয়েছেন দর্শকেরা।</p> <p>নব্বই দশকের চার ব্যান্ড- যাদের পারফর্ম দেখতে এদিন কনসার্টে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিশেষ করে এই কনসার্টে নারী দর্শকের উপস্থিতি ছিলো অন্য যেকোনো সাধারণ কনসার্টের চেয়ে বেশী! কনসার্টে বোনাস হিসেবে ছিলেন গিটারিস্ট অনি ও জন কবির! চারটি গানে পারফর্ম করেন তারা। এরমধ্যে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে ‘হাসতে দেখো’ গানটিসহ আরো একটি গান করেন তারা। শুধু আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করা নয়, কনসার্টে মাইলস যখন পারফর্ম করতে আসেন- তখন হামিন আহমেদ প্রয়াত শাফিন আহমেদকে উৎসর্গ করেও একটি গান করেন। যা এই আয়োজনের একটি উল্লেখযোগ্য দিকই বলা চলে!</p> <p>তবে গতকালের কনসার্টে বড় চমক ছিলো নগরবাউল জেমস। তিনি প্রায় ১১টির মতো গান পরিবেশন করে দর্শকদের ক্ষুধা মেটান।</p>