<p>রংপুর নগরীর মুন্সিপাড়া জজ কোট এলাকায় চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টায় মুন্সিপাড়া জজ কোর্ট এলাকার চার রাস্তার মোড় অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।</p> <p>এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।</p> <p>জানা যায়, ওই সড়কের চার মাথার মোড়ে প্রায় ১৬-১৭জন ক্ষুদ্র ব্যবসায়ী অস্থায়ী দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। এদের মধ্যে চা ও পিঠা বিক্রেতাসহ অন্যান্য ব্যবসায়ীরাও রয়েছেন। স্থানীয় কিছু বখাটে ওই ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ২০০-২৫০ টাকা চাঁদা আদায় করে আসছিল। গতকাল রাতে চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বখাটেরা ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এ ঘটনায় ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাস্তায় নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ করার পর সেনাবাহিনীর আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে যুবদল নেতার মারধর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730721579-032b2cc936860b03048302d991c3498f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে যুবদল নেতার মারধর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442678" target="_blank"> </a></div> </div> <p>ক্ষুদ্র ব্যবসায়ী সাকিল, আলামিনসহ অনেকে জানান, প্রতিদিন ১০-১২জন বখাটে ছেলে চাঁদা আদায় করেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বখাটেরা ব্যবসায়ীদের ওপর হামলা করেন। অতি দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান তারা।</p> <p>এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুকুর আলী জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>