<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরীর মালেকেরবাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইনে শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ এক মাসের বেতন দেয়। শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। গতকাল সকালে তাঁরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা মালেকেরবাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।</span></span></span></span></p>