<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের শাসনামলে দলীয় প্রভাবে রংপুর মেডিক্যাল কলেজে মেডিসিন বিভাগের প্রধান হয়েছেন। এরপর উপাধ্যক্ষ পদে পাঁচ বছরসহ একই কর্মস্থলে ১৪ বছর ধরে টিকে আছেন। ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন বদলাতে প্রভাব বিস্তার করাসহ নানা অভিযোগ থাকার পরও সম্প্রতি উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদ বাগিয়ে নিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজের ডা. মাহফুজার রহমান। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে গেল পাঁচ দিন ধরে শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা করে আসছেন। অবশেষে গতকাল মঙ্গলবার ডা. মাহফুজারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে চিকিৎসকদের আন্দোলনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীরা চরম বিপাকে পড়েছেন। গতকাল মঙ্গলবার দুই ঘণ্টা আউটডোরে চিকিৎসা বন্ধ থাকায় শত শত রোগী ফিরেছেন চিকিৎসা না নিয়েই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে শত শত রোগীর ভিড়। চেম্বারে কোনো চিকিৎসক না আসায় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন তাঁরা। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানের পরও একজন ফ্যাসিবাদীকে এই হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>