<p>অর্থ আত্মসাৎ ও মাদক সেবনের দায়ে অভিযুক্ত বহিষ্কৃত সাইফ উদ্দিনকে লক্ষ্মীপুরের নুরুল্যাপুর আঞ্জমান আরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।</p> <p>প্রধান শিক্ষকের পদে পুনর্বহালের আদেশ প্রত্যাহার দাবি জানিয়ে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেছে, ‘সাইফ উদ্দিন মাদকাসক্ত। তার অধীনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলতে পারে না। তিনি বিদ্যালয়ের অর্থ লোপাট করেছেন। আমরা শিখে আসছি, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। মাদকসেবী শিক্ষক সাইফকেও আমরা পরিত্যাগ করেছি। তার কারণে বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নের চেয়ে অবনতি বেশি হয়েছে। তাকে পুনর্বহাল বিদ্যালয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে।’  </p> <p>নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিনজন শিক্ষক জানান, বিদ্যালয়ের সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ মার্চ সাইফ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করা হয়। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে মামলাটি করা হয়েছি। ওই মামলায় সাইফ উদ্দিন এক মাস কারাগারে ছিলেন। পরে তিনি জামিনে মুক্ত হন। </p> <p>এ ছাড়া তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এসব অভিযোগে তখন সাইফকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চূড়ান্ত বরখাস্তের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের আপিল ও আরবিট্রেশন বোর্ড আবেদন করে বিদ্যালয় পরিচালনা কমিটি। তখন সাইফও স্বেচ্ছায় প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। </p> <p>২০২২ সালের ১৩ জানুয়ারি আপিল ও আরবিট্রেশন বোর্ড সাইফকে প্রধান শিক্ষকের পদ থেকে চূড়ান্ত বহিষ্কারের আদেশ দেন। একই বছর ২৫ জানুয়ারি আদেশের বিরুদ্ধে সাইফ উচ্চ আদালতে রিট পিটিশন করেন। পরে উচ্চ আদালত বহিষ্কারাদেশ স্থগিতের নির্দেশ দেন। এর ভিত্তিতে সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড সাইফকে তার পদে পুনর্বহালের আদেশ দিয়েছেন। </p>