<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসং সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পাশাপাশি হতাশ অভিভাবকরাও। এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত পর্যাপ্ত শিক্ষক পদায়নের দাবি কলেজ কর্তৃপক্ষের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজের তথ্যমতে, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি দুটি স্তর রয়েছে কলেজটিতে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা বর্তমানে চালু রয়েছে। সব মিলিয়ে ১৯টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক মিলে শিক্ষক পদ রয়েছে ৩৫টি। এর মধ্যে ২৪ জন শিক্ষক কর্মরত আছেন এবং শূন্য রয়েছে ১১টি শিক্ষকের পদ। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ আরো চারজন প্রভাষকের পদ শূন্য হবে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ জন শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র একজন শিক্ষক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে অতিথি শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে কোনোমতে চালানো হচ্ছে কলেজের শিক্ষা কার্যক্রম। কলেজে খণ্ডকালীন শিক্ষক দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণে প্রতি মাসে অতিরিক্ত গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা। সরকারিভাবে নিয়োগ না থাকায় পাঠদান তথা শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায়, সেকশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের পাঠদান নেওয়া যায় না। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেদওয়ানুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজের বর্তমান অবস্থা তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি। শিক্ষার্থীদের সঠিক পাঠদান, শিক্ষকের পদ সৃজন, কলেজে অনার্স কোর্স চালু এবং কলেজে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>