<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।</p> <p>এই মানববন্ধনে বক্তব্য দেন আহমেদ ইসমাইল বন্ধন, ফরিদ উদ্দিন, সার্জেন্ট সাইফুল ইসলাম, আব্দুর রহিম আসাদ, সরোয়ার হোসেন, মেহেদী হাসান আয়ান, এম এ আরিফ ও আব্দুল হামিদ ফারাবি প্রমুখ। </p> <p>হত্যাকাণ্ডে জড়িতদের সাত কর্মদিবসের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী মারা গেছেন। গুলিতে আহত হয়েছন শতাধিক ছাত্র-জনতা। ঘটনার প্রায় দুই মাস পার হতে যাচ্ছে কিন্তু গুলি চালানো সেই সালাহউদ্দিন টিপুসহ খুনিদের এখনো গ্রেপ্তার করা হয়নি।</p>