<p>শোকের মাস আগস্টের চতুর্থ দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। শুক্রবার (৪ আগস্ট)  দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। </p> <p>এ সময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন,  গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মো.  জাহিদ হোসেন, প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। </p> <p>পরে সচিব বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। দুপুর আড়াইটায় সড়ক ও জনপথ বিভাগের অফিস চত্বরে একটি বহেড়া বৃক্ষের চারা রোপণ করেন তিনি।</p>