<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে মহাদেবপুরে চালক ও তার সহকারী এবং নওগাঁ সদরে পথচারী। অপরদিকে মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁ : নওগাঁর দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে মহাদেবপুর উপজেলায়। সেখানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। অন্য দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের পল্লী বিদ্যুতের সামনে। সেখানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এবং সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে দুর্ঘটনা দুটি ঘটে। মহাদেবপুরে নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম সুমন মিয়া। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামে। বাবার নাম সামছুল আলম। এ ছাড়া নিহত ট্রাকচালকের সহকারীর নাম জানা যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাকিন আহমদ ও রাফি আহমেদ। এ ছাড়া আহত হয়েছেন খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে রাজু ধর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন তরুণ মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়ায় রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রাজুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>