<p style="text-align:justify">বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ঐক্যের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন। সময় এসেছে যোগ্য নেতৃত্ব তৈরি করার। আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সংস্কার চাই। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এ নেতৃত্ব তৈরি হবে।</p> <p style="text-align:justify">বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।</p> <p style="text-align:justify">মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রসংগঠন যদি ছাত্রলীগের ফ্রেম থেকে বের হয়ে না আসে, তাহলে শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে না। এ ঐক্যমঞ্চ থেকে বলতে চাই, ছাত্রসংগঠনগুলো যদি শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে পারে, তাহলে শিক্ষার্থীরা গ্রহণ করবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় দিল্লির আনুগত্য করা হয়েছে। যদি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কার না করা হয়, তাহলে বারবার দিল্লির আনুগত্য করে যেতে হবে। শিক্ষা ক্ষেত্রে সংস্কার করতে হবে। ছাত্ররাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের শিক্ষা সংকট দূর করতে হলে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে।</p> <p style="text-align:justify">কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, আগে ক্যাম্পাস ছিল ছাত্রলীগের ফরমেটে। মাদক, খুন, রাহাজানি ও চাঁদাবাজি চলত। আর ক্যাম্পাসে আগের ফরমেটে ফিরে যাবে না। ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলো তাদের আদর্শ প্রচার করবে। তা দেখেই নেতৃত্ব তৈরি হবে। আসুন, আমরা ক্যাম্পাসে এমন একটি পরিবেশ তৈরি করি।</p> <p style="text-align:justify">এর আগে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ জাতি যতদিন টিকে থাকবেন, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এ বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে করছি।</p> <p style="text-align:justify">এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন।</p>