<p style="text-align:justify">রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা ছিল গতকাল মঙ্গলবার। তবে এইদিন তার পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত পরবর্তী শুনানির দিন ২ জানুয়ারি ধার্য করেন। </p> <p style="text-align:justify">এদিকে এ ঘটনায় জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় ‘আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের  হয়ে লড়াই করায় হামলার শিকার হয়ে আইসিইউতে রয়েছেন আইনজীবী রমেন রায়। তাঁর বাড়িঘরে হামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এসব প্রতিবেদনে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733293578-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453725" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, অ্যাডভোকেট রমেন রায়ের আহত হওয়ার ঘটনাটি পুরনো। তার বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং তিনি চিন্ময় দাসের আইনজীবী নন। </p> <p style="text-align:justify">ভারতীয় গণমাধ্যমগুলোতে  ইসকন কলকাতার মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের একটি এক্স পোস্টকে তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। রাধারামণ দাসের পোস্টে বলা হয়েছে, “অ্যাডভোকেট রমেন রায়ের জন্য দোয়া করবেন। তার একমাত্র 'দোষ' ছিল আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে রক্ষা করা। ইসলামপন্থীরা তার বাড়ি ভাংচুর করে এবং তাকে নৃশংসভাবে আক্রমণ করে, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে নিহত আইনজীবীকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732680194-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে নিহত আইনজীবীকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/27/1451152" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর হামলার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। এই নামে চট্টগ্রামে কোনো আইনজীবী নেই।’</p> <p style="text-align:justify">চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকা খুঁজেও এমন কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি। চিন্ময় কৃষ্ণ দাসের ওকালত নামা থেকে দেখা যায়, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে তাঁর মামলাটি লড়ছেন শুভাশিস শর্মা। </p> <p style="text-align:justify">ফ্যাক্টওয়াচ রামেন রায়ের পরিচয় নিশ্চিত করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঙ্গে কথা বলে। গৌরাঙ্গ দাস বলেন, ‘রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না। চিন্ময় কৃষ্ণ যেদিন গ্রেপ্তার হয়েছিল (২৫ নভেম্বর), সেদিন সন্ধ্যায় শাহবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে রমেন রায়কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছিল।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে : কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733141514-a0984f3a965f9c2a022e9aaaf40a3b6d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে : কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453081" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জামিন শুনানিতে চিন্ময় দাসের আইনজীবী উপস্থিত না থাকার বিষয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিবৃতিতে রমেন রায় নামে কোনো আইনজীবীর ওপর হামলার কথা উল্লেখ করা হয়নি। </p> <p style="text-align:justify">এছাড়া গত ২৫ নভেম্বর দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চিন্ময় দাসকে গ্রেপ্তারের  প্রতিবাদে শাহবাগে চলা অবস্থান কর্মসূচিতে হামলা হয়। এতে রমেন রায় (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রামেন রায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। </p> <p style="text-align:justify">রামের রায়ের নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলে ফ্যাক্টওয়াচ জানিয়েছে, রমেন রায় পেশায় একজন আইনজীবী ও অ্যাডভোকেট। তিনি গত ২৫ নভেম্বর ঢাকায় হামলার শিকার হন এবং আহত হন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। ওই  নিকটাত্মীয় আরো জানান, রমেন রায়ের বাড়িঘরে হামলার দাবিটিও সঠিক নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, শুনানি হতে পারে কাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733214500-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট, শুনানি হতে পারে কাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/03/1453375" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে চিন্ময় দাসের আইনজীবী হামলার শিকার হয়ে আইসিইউতে রয়েছেন এবং তার বাড়িতে হামলা হয়েছে এই দাবি মিথ্যা। সূত্র যাচাই না করেই সংবাদ প্রচার করেছে গণমাধ্যমগুলো। </p>