<p>দৈনিক কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ প্রতিবেদক ওমর ফারুকের শ্বশুর আবুল কাসেম খান (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</p> <p>সাংবাদিক ওমর ফারুক কালের কণ্ঠকে জানান, দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সবশেষ তিনি পুরান ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে ঢাকার জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।</p> <p>আবুল কাসেমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে। তিনি পরিবার নিয়ে রাজধানীর করিমুল্লারবাগ থাকতেন। মৃত্যুর সময় তিনি ১ ছেলে, ১ মেয়ে ও ২ নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি দীর্ঘসময় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিওলজিস্ট হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি অবসরে যান।</p>