<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মারধরে জাহিদ খান (১৭) নামে আরেক কিশোর নিহত হয়েছে। গত সোমবার বিকেলে নগরের লাল দীঘিরপাড় হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। জাহিদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরকান্দি গ্রামের মো. দুদু মিয়ার ছেলে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, জাহিদ ও অভিযুক্ত হকার্স মার্কেটে কাজ করত। গত সোমবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তের ঘুষিতে জাহিদ আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></p>