<p>মাদারীপুরের শিবচরের পাচ্চরে ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে পাচ্চর রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার কোলে থাকা ১১ মাস বয়সী ভাগ্নি আয়েশার হাত ও পা কেটে গুরুতর আহত হয়েছে।</p> <p>মিথিলা শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে এবং আয়েশা মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।</p> <p>স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়েশাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় আয়শা। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতী এক্সপ্রেস। এ সময় আয়েশা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল।</p> <p>ঘটনাস্থলেই মারা যায় মিথিলা। আহত ১১ মাসের আয়েশাকে পাচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।</p> <p>পাচ্চর রয়েল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জীব কুমার রায় বলেন, ‘বাচ্চাটির বয়স ১১ মাস হবে। বাচ্চাটির হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠিয়েছি। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।</p> <p>শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় এক কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। তার সঙ্গে থাকা একটা বাচ্চাও গুরুতর আহত হয়েছে।’</p>