<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাড়ির চাকা বিস্ফোরণে নিহত মো. রায়হান আলীর পরিবারকে ৭৫ হাজার ফিজিয়ান ডলার বা ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার। গতকাল মঙ্গলবার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়। নিহত রায়হানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত ছিলেন। গত বছরের ২৭ জুন ফিজিতে গাড়ির চাকা বিস্ফোরণে রায়হানের মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সম্মতিতে তাকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হানের মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ জানায় বাংলাদেশ হাইকমিশন। অব্যাহত যোগাযোগের পর নিহত রায়হানের মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিজি সরকার। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেওয়া হবে।</span></span></span></span></span></p>