<p>সাতক্ষীরার শ্যামনগরে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় জনগণের অভিযোগের ভিত্তিতে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন। ইটভাটা দুটি হলো মেসার্স মোস্তফা ব্রিকস ও মেসার্স আশা ব্রিকস। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তিনি নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে ওই দুটি ভাটা বন্ধের নির্দেশ দেন। স্থানীয় আব্দুল হামিদসহ অনেকে জানায়, জনবসতি এলাকায় ইটভাটা নির্মাণের ফলে সবাই সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। তা ছাড়া জীবনযাপনে অসুবিধা এবং গাছগাছালি মরে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টির প্রতিকার চেয়ে এরই মধ্যে মানববন্ধন করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, ওই দুটি ভাটার কোনো বৈধ কাগজপত্র নেই। তা ছাড়া স্থানীয়দের অসুবিধার কারণে ভাটা দুটি বন্ধ করা হয়েছে।</p> <p> </p> <p> </p> <p> </p>