<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেশবপুরে বন্যায় সড়কের ক্ষতচিহ্ন মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে। গ্রামের মানুষের ঘরবাড়িসহ প্রধান প্রধান সড়কের জলাবদ্ধতার পানি উঠে আসে। উপজেলার সঙ্গে যোগাযোগের পাঁজিয়া, ভাণ্ডারখোলা, ত্রিমোহিনী সড়কের পাশাপাশি পৌর এলাকার অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। বন্যার পানিতে উপজেলার ১০৪টি গ্রাম প্লাবিত হয়। পানি সরতে না পারায় ভয়াবহ জলাবদ্ধতায় রূপ নেয়। প্রায় তিন মাস পর সড়ক থেকে জলাবদ্ধতার পানি নেমে গেলেও কয়েকটি সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেশবপুর-পাঁজিয়া সড়কের হারেস খাঁর ইটভাটা এলাকা, ঋষিপাড়া, মাগুরাডাঙ্গা, ব্যাসডাঙ্গা মোড়ের সড়ক জলাবদ্ধ হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কটিতে চলাচল অনুপযোগী হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পৌর শহরের খ্রিস্টান মিশনের পাশের আঞ্চলিক সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই সড়ক দিয়ে চলাচলকারী বেলকাটি গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, প্রায় তিন মাস পর কেশবপুর-পাঁজিয়া সড়ক থেকে জলাবদ্ধ পানি নেমে গেলেও বড় বড় গর্তই হয়েছে এখন ভোগান্ত্মির অন্যতম কারণ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভ্যানচালক হাবিবুর রহমান বলেন, সড়কের গর্তগুলো দ্রুত ঠিক না করা হলে এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষদের আরও ভোগান্তিতে পড়তে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রকৌশলী নাজিমুল হক বলেন, কেশবপুর-পাঁজিয়া সড়কের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। জলাবদ্ধতার কারণে ওই সড়কের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে দ্রুত ইটের খোয়া দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।</span></span></span></span></span></p>