<p>ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন (বিএনএম) অস্থায়ী কার্যালয় উদ্বোধনের এক দিন পরেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে হামলার সময় অফিসটিতে কোনো নেতাকর্মী ছিলেন না। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানা রোডের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর কার্যালয়টি উদ্বোধন করেন। জানা যায়, দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে তিনি দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দল তৈরি করে এর চেয়ারম্যান হন। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, এখনো থানায় লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p> </p> <p> </p>