<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট মডেল হাই স্কুলের উন্নয়নের ২১টি খাত থেকে ভুয়া বিল ভাউচার তৈরি করে ছয় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্তর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও দায়সারাভাবে তদন্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়টি সরকারি করা হয়। এর আগে থেকে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। দীর্ঘদিন ধরে রুপম সেনগুপ্ত বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩-২৪ অর্থবছরে রুপম সেন পরিচ্ছন্নতা সামগ্রী, আপ্যায়ন বিল, ইন্টারনেট বিলসহ বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের ২১টি খাত এবং প্রশংসাপত্র, ছাত্রদের থেকে বই বিক্রিসহ মোট ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহের এক দিন গানের ক্লাসের জন্য রুপম সেনকে শিক্ষক নিয়োগ দেয়। কিন্তু তিনি কোনো ক্লাস না করিয়ে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে সম্মানী ভাতা উত্তোলন করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগের বিষয়ে রুপম সেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এই সব খাতের টাকাগুলো উত্তোলন করে নিজের আয়ত্বে রেখে দিয়েছি। পর্যায়ক্রমে উন্নয়ন খাতে ব্যবহার করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুপম সেনের বিরুদ্ধে অনিয়মের অনেক অভিযোগ উঠেছে। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের মাধ্যমে মাউশির ডিজি বরাবর পাঠানো হয়েছে। এর পরও এখন বদলি করা হচ্ছে না। আপনাদের মাধ্যমে যে অনিয়মের চিত্র দেখতে পেলাম, বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p>