<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের বাগাতিপাড়ায় ওএমএসসংক্রান্ত সেবা চাওয়ায় এক সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোতালেব আলী পান্না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগে পান্না জানান, গত রবিবার দুপুর আড়াইটায় তিনি বাগাতিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান কর্মকর্তার কক্ষে যান। সেখানে ওএমএসের ফরম বিষয়ে কর্মকর্তা কে এম মামুনুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় ওই কর্মকর্তা সেখানে থাকা অন্যদের সামনে পান্নাকে অফিসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এর পরেই ফরম দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমান জানান, অভিযোগকারী সেবাগ্রহীতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাদের ওভারটেক করে ফরম চান। সে কারণে তাঁকে লাইনে দাঁড়াতে বলেছেন মাত্র। তা ছাড়া একজন কর্মকর্তা হয়ে তিনি কোনো সেবাগ্রহীতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার আদেশ করতে পারেন না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএনও অনামিকা নজরুল বলেন, ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>