<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে রমেক ক্যাম্পাসের পিন্নু ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাকিবুল হাসান তারেকের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন এমন খবর শুনে মঙ্গলবার সন্ধ্যায় কক্ষ থেকে বাইরে বের হন তিনি। এরপর দিবাগত রাত দেড়টার দিকে সংগঠনের কয়েকজন কর্মীর নেতৃত্বে তাঁর কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানান তিনি। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন সূত্রে জানা যায়, দলের অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত ছিল রংপুর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগ। কমিটি বিলুপ্ত হওয়ার খবর প্রকাশ পেলে সংগঠনের সদ্য সাবেক নেতৃত্বের প্রতিপক্ষ এই হামলা চালায়।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মহানগর পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ তিনটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ রংপুর মহানগর ও রংপুর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ও জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। আর রংপুর মহানগর ও রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই দুই ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়।</span></span></span></span></p>