<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে গণস্বাস্থ্য কেন্দ্র একটি চক্র দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযোগ রয়েছে, গতকাল মঙ্গলবার ডা. নাজিম উদ্দিন ও তাঁর সহযোগীরা গণস্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টা চালালে হাসপাতালের কর্মী, চিকিত্সক এবং রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও  গণস্বাস্থ্য কেন্দ্রের কয়েকজন প্রত্যক্ষদর্শী কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ছাত্রদের বের হয়ে যেতে বলে। এরপর তারা সেখানকার বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে তালা লাগিয়ে দেয়। সেখানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আয়না ও শিরিনকে ভয়ভীতি দেখিয়ে তাদের সেখান থেকে বের করে দেয়। পরে তারা গণস্বাস্থ্য কেন্দ্রের মূল ভবনের দিকে আসে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একজন কর্মকর্তা বলেন, পূর্ব পরিকল্পনামাফিক সকাল সাড়ে ১০টার দিকে ডা. নাজিমের নেতৃত্বে আরেকটি গ্রুপ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান গেট দিয়ে প্রবেশ করে। সামনের ও পেছনের দিক দিয়ে ঢুকে দুটি গ্রুপ একত্রিত হয়ে পুরো হাসপাতাল ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ সময় তারা প্রতিটি গেটে তালা লাগিয়ে দেয়। সন্ত্রাসীরা এ সময় হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক আব্দুল হান্নান ও হিসাবরক্ষক শুভ বসাককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তারা গণমুদ্রণ অফিসে ঢুকে কর্মকর্তা ইমতিয়াজকে মারধর করে। এরপর ডা. নাজিম তাঁর লোকজন নিয়ে হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলামের কক্ষে তালা ভেঙে লোকজন নিয়ে ভেতরে বসে সব কর্মকর্তা-কর্মচারীকে ডেকে নিয়ে জানান, এখন থেকে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের সব দায়িত্ব পালন করবেন। আগের পরিচালক ডা. আমিনুল ইসলামকে বাদ দিয়ে ডা. উজ্জল হাসানকে পরিচালক হিসেবে দায়িত্ব দেন। এভাবে ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে ডা. নাজিম উদ্দিন ও তাঁর লোকজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ডা. নাজিম উদ্দিন গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে নিয়েছে এ রকম খবর ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যদের কাছে পৌঁছলে তাঁরা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক ও ওসি তদন্ত কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে হামলা ও মারধরের অভিযোগে পাঁচজনকে আটক করেন। অবস্থা বেগতিক দেখে ডা. নাজিম তাঁর লোকজন নিয়ে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্র ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, ডা. নাজিম উদ্দিন ২০২৩ সালের জুন মাসে স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ন্ত্রণ নেন। এরপর তাঁর পছন্দমতো ১০৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন; যাঁরা গত এক বছর তাঁর ব্যক্তিগত বাহিনী হিসেবে কাজ করে আসছিল।  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. নাজিম উদ্দিন সকালে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের ওপর হামলা চালিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টা করেছে। বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে হেনস্তা করায় চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ধরনের ঘটনায় আমাদের রোগী ও চিকিত্সকরা ভীতসন্ত্রস্ত। বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশের পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে রোগীরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণস্বাস্থ্য কেন্দ্র দখলের চেষ্টার বিষয়ে অভিযুক্ত ডা. নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমি কেন আমার প্রতিষ্ঠান দখল করতে যাব। আমি সকালে আমার লোকজন নিয়ে মিটিং করতে গিয়েছিলাম। বরং তারাই আমাদের পুলিশ দিয়ে হয়রানি করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>