<p>চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যার ঘটনায় দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকা এবং ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।</p> <p>গতকাল মঙ্গলবার উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পৃথক ফেসবুক পোস্টে এই আহবান জানান।</p> <p>চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহফুজ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’ সাধারণ মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন।</p>