<p>বস্তু যত ক্ষুদ্রতর হতে থাকে, ততই তার ওপর ক্লাসিক্যাল প্রভাব কমতে থাকে। শেষে কোয়ান্টাম প্রভাব দেখা দেয়। বদলে যায় বিদ্যুৎ ও চুম্বকীয় আচরণ। বদলায় রাসায়নিক বিক্রিয়ার ধরণ।</p> <p>ক্ষুদ্র বস্তুটি এক পর্যায়ে সুপারপজিশন ও টানেলিংয়ের সক্ষমতাও অর্জন করে। এর ফলে এই ক্ষুদ্রতর স্কেলে এমন কিছু করা সম্ভব হয় যা বড় স্কেলে কল্পনাতীত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জোসেফসন জংশন আসলে কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732608451-8c965c6dc9451349f907a0b4319a2267.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জোসেফসন জংশন আসলে কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/26/1450801" target="_blank"> </a></div> </div> <p>ন্যানোপার্টিকেল এমন প্রযুক্তি, যেখানে পদার্থ বা বস্তুকে অণুর পর্যায়ে ক্ষুদ্র করা হয়। টেলিভিশন, এলইডি বাল্বের মতো ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে দেহের ভেতরে অতিসূক্ষ্ম টিউমার অপসারণেও ন্যানোপার্টিকেলের ব্যবহার হচ্ছে।</p> <p>সাধারণত ১০০ ন্যানোমিটার বা তার চেয়ে ছোট আকারের বস্তুকণা ন্যানোপার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ১ ন্যানোমিটার হলো ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম স্পিনের জনক কি সত্যেন বোস : পর্ব ১" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732622695-e05797b268f1b23ac762df2c5a3526a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম স্পিনের জনক কি সত্যেন বোস : পর্ব ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/26/1450878" target="_blank"> </a></div> </div> <p>ন্যানোপার্টিকেলের আরও ক্ষুদ্র ও উন্নত সংস্করণ হলো কোয়ান্টাম ডট। এগুলো সাধারণত দুই থেকে সাত ন্যানোমিটার আকারের ক্ষুদ্রতম বস্তুকণা। কোয়ান্টাম ডট তৈরি করা হয় সেমিকনডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ দিয়ে।</p> <p>এই প্রযুক্তি পরিবেশ, নবায়নযোগ্য শক্তি, চিকিৎসা বিজ্ঞান এবং ম্যাটারিয়াল সায়েন্সের নতুন নতুন দিক উন্মোচন করছে। কোয়ান্টাম ডট প্রযুক্তির ব্যবহার ট্রানজিস্টর, সৌরকোষ, ডায়োড, লেজার, কৃষি যন্ত্রপাতি, মেডিক্যাল ইমেজিং এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বই পড়তে গেলে ঘুম আসে কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732605218-a417bb506b2a8c96503639bd0d2d1734.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বই পড়তে গেলে ঘুম আসে কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/26/1450793" target="_blank"> </a></div> </div> <p>১৯৮০-এর দশকে সোভিয়েত বিজ্ঞানী আলেক্সি আকিমভ প্রথম রঙিন কাঁচে কোয়ান্টামের প্রভাব প্রমাণে সক্ষম হন। তিনি দেখান, বস্তুর আকার ছোট করলে তার মধ্যে কোয়ান্টাম প্রভাব দেখা দেয়।</p> <p>এরপর ১৯৮৩ সালে, গবেষক লুই ব্রুস বেল ল্যাবরেটরিতে প্রথমবারের মতো একটি তরলে কোয়ান্টাম ডট আবিষ্কার করেন। ফরাসি বিজ্ঞানী মুঙ্গি বাওয়েন্ডি ১৯৯৩ সালে এমআইটিতে কোয়ান্টাম ডট উৎপাদনের একটি কার্যকর পদ্ধতি আবিষ্কার করেন। যা পরবর্তীতে এই প্রযুক্তির উন্নয়নে ব্যাপক সহায়তা করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সূর্য কতকাল ধরে জ্বলছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732520193-b912f3da4978ecab9e500d1b6bd0337e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সূর্য কতকাল ধরে জ্বলছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/25/1450436" target="_blank"> </a></div> </div> <p>‘কোয়ান্টাম ডট’ এক ধরনের ন্যানোপার্টিকেল। অত্যন্ত ক্ষুদ্র আকারের জন্য এরা কোয়ান্টাম বৈশিষ্ট্য অর্জন করে যা নতুন নতুন প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে কাজে লাগানো সম্ভব।</p> <p>একটা কোয়ান্টাম ডটকে যদি ফোটন দ্বারা আঘাত করা হয়, তবে এরা একটি নয়, বরং দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। এভাবে সৌরকোষের দক্ষতা বাড়ানো সম্ভব।</p> <p>কোয়ান্টাম ডটের কেলাস থেকে ইচ্ছেমতো যে-কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলোর বিকিরণ ঘটানো সম্ভব। তাই আসন্ন ভবিষ্যতে কোয়ান্টাম ডটের বহুল ব্যবহার দেখা যাবে এলইডি ডিসপ্লেতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রানজিস্টরের ম্যাকানিজম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732090821-0a9b944b1c6fdb8f40d4a59a88be31c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রানজিস্টরের ম্যাকানিজম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/20/1448703" target="_blank"> </a></div> </div> <p><strong>সম্পর্কিত তত্ত্ব</strong><br /> পাউলির অপবর্জন নীতি<br /> কোয়ান্টাম কম্পিউটিং<br /> ট্রানজিস্টর</p> <p><strong>জীবনী</strong><br /> উলফগ্যাং পাউলি<br /> ১৯০০-১৯৫৮<br /> অস্ট্রিয়ান পদার্থবিদ, পাউলির অপবর্জন নীতির প্রবর্তক।</p> <p><strong>বর্ণনা</strong><br /> আলেক্সান্ডার হেলেমানস<br />  </p>