<p>রাজনৈতিক দলের বিক্ষোভের জেরে পাকিস্তানে সিরিজ শেষ না করেই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা 'এ' দল। এতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাকি ম্যাচগুলো। </p> <p>পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছিল তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। কয়েকদিন ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও লাহোরে ব্যাপক বিক্ষোভ করে ইমরানের সমর্থরা। এই বিক্ষোভের জের ধরে মঙ্গলবার শ্রীলঙ্কা 'এ' দল পাকিস্তানে সিরিজ শেষ না করেই ফিরে যায়।</p> <p>পিসিবি জানিয়েছে, রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 'রাজনৈতিক বিক্ষোভের' কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করে ম্যাচ স্থগিত করা হয়েছে। </p> <p>শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ৫০ ওভারের ম্যাচ ১০৮ রানে জিতে নিয়েছে পাকিস্তান। সিরিজের বাকি ছিল আর দুইটি ওয়ানডে ম্যাচ, ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর। বাকি দুটি ওয়ানডে হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে।</p> <p>তবে বুধবার সকালেই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ইমরানের দল। <br />  </p>